ফ্রান্সে বসবাসরত বিপুল সংখ্যক ক্রীড়ামোদীদের উপস্থিতিতে প্যারিসের উপকণ্ঠ লাকরণভ মাঠে অনুষ্ঠিত হলো রাইজিং ষ্টার ওভারবিলিয়ে বাংলা অটো ইকোল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ।
ববিনি কিংস ও রয়্যাল স্পোটিং ক্লাব এর মধ্যকার এ ফাইনাল টুর্নামেন্টে রয়েল স্পোটিং ক্লাবকে ৫উইকেটে হারিয়ে বিজয়ী হয় ববিনি কিংস ।রয়েল স্পোটিং ক্লাব টসে জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৪৭ রান সংগ্রহ করে ।জবাবে ১৩ ওভার শেষে ৫উইকেটে ১৪৮ রান তুলে ববিনি বিজয়ী হয় ।ববিনির পক্ষে সর্বোচ্ছ ৬৫ রান করেন পিয়াস ।টুর্নামেন্টে ম্যান অফ দয়া ম্যাচ নির্বাচিত হন পিয়াস ,ম্যান অফ দ্যা সিরিজ রাসেল ও বেস্ঠ বোলার নির্বাচিত হয় শিমু ।
টুর্নামেন্ট এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় রাইজিং ষ্টার দ্যা ওভার বিলিয়ে ক্লাবের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও ক্লাবের সেক্রেটারি নাছির উদ্দিন ভূঁইয়া এর পরিচালনায় এসময় বক্তব্য রাখেন বাংলা অটো ইকুল এর পরিচালক হোসেন সালাম , ইয়ুথ ক্লাব এর সভাপতি শরিক আল মুমিন , ইপিবিএ ফ্রান্স সভাপতি ফারুক খান ,অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহির ,বিসিএফ পরিচালক এম ডি নূর ,ফসে অভাক রাব্বানী পরিচালক কৈশিক রাব্বানী , বিসিসিপি ক্লাবের সভাপতি নাযীবুল হক সুমন , বাংলাভিশন ফ্রান্স প্রতিনিধি ফয়সাল আহমদ দ্বীপ সহ কমিউনিটির বিভিন্ন ক্রীড়া সংগঠনের নেতারা ।
কমিউনিটির সকল প্রবাসীদের ক্রীড়াক্ষেত্রে অবদান রাখতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান রাইজিং ষ্টার ক্রিকেট ক্লাবের সভাপতি নজরুল ইসলাম ।