Monday , 21 September 2020
Breaking

ফ্রান্সে আবারও মসজিদ পুড়িয়েছে খ্রিষ্টান মৌলবাদীরা

ফ্রান্সে মুসলমানদের ধর্মীয় উপাসনালয় মসজিদ পুড়িয়ে দিয়েছে খ্রিস্টান মৌলবাদীরা । আজ বৃহস্পতিবার ভোরে ফ্রান্সের দক্ষিণপূর্ব লিওন শহর থেকে ১৪.৬ কিলোমিটার পূর্ব দিকে ফ্রান্সের ব্রণ শহরে মুসলমানদের ইস্সালাম মসজিদটি পুড়িয়ে দেয় অজ্ঞাত খ্রিস্টান উগ্রপন্থি মৌলবাদীরা ।

এ ব্যাপারে মসজিদ কর্তৃপক্ষ বলেছে বৃহস্পতিবার সকাল ভোরে তারা ফজর নামাজ পড়তে অাসলে দেখতে পান মসজিদের আগুন দেয়া হয়েছে । তাতে পুড়ে গেছে মসজিদের নামাজের কার্পেট ।

মসজিদের দরজা জানলায় আগুনের ছাপ স্পষ্ট । ওই অঞ্চলের মুসলমানরা বলেছেন গত সপ্তাহে লিওন শহরের ওমর মসজিদে হামলার পর আজ এই অঞ্চলে মসজিদে দ্বিতীয় হামলা ও আগুন লাগানোর ঘটনা ।

খবর পেয়ে ফ্রান্স পুলিশ এসে ঘটনাস্থল পুড়ে যাওয়া মসজিদটি পরিদর্শন করেছেন ।

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.