
ফ্রান্সে বৃহত্তর কুমিল্লা জন কল্যাণ সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
ফ্রান্সে বৃহত্তর কুমিল্লা জন কল্যাণ সমিতির ২০২০–২০২৩ সালের ২২৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক আমিন খান হাজারী পরিচালনায়,সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি শাহীন আরমান চৌধুরী,
উক্ত সভায় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা সৈয়দ ফয়সাল ইকবাল হাশমী, প্রধান সমন্বয়ক প্রতিষ্ঠাকালীন সভাপতি আবু মোর্শেদ পাটোয়ারী। প্রধান পৃষ্ঠপোষাক সাত্তার আলী সুমন ।
কমিটি ঘোষণা পূর্বক আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,আশিক উল্লাহ,আনোয়ার হোসেন,হারুন অর রশিদ,মোহাম্মদ আলী ভুট্টো,কামাল মিয়া,নজরুল ইসলাম চৌধুরী,নাছির আহমেদ,মনির মজুমদার সহ অতিথিবৃন্দ।
এসময় বক্তারা বলেন, একমাত্র আন্তরিকতার মাধ্যমে ঐক্যবদ্ধ চেষ্টা করলেই প্রবাসীদের সমস্যা সমাধানের পাশাপাশি এলাকার গরিব অসহায় মানুষের উন্নয়ন সম্ভব ।
নবনির্বাচিত নেতৃবৃন্দ ফ্রান্সে বসবাসরত বৃহত্তর কুমিল্লা প্রবাসীদের প্রতি শুভেচ্ছা জানান এবং সংগঠনের অগ্রযাত্রায় সহযোগিতার আহবান জানান।