ইউরোপে আসছে লাল সবুজ পতাকাবাহী বিমানের ফ্লাইট

সাবস্ক্রাইব করুন আমাদের youtube channel

 

নবকন্ঠ ডেস্ক —

biman-2_2
দেশের পর্যটন খাতের উন্নয়ন ও প্রবাসীদের ব্যাপক চাহিদার কথা চিন্তা করে সম্পূর্ণ নতুন আঙ্গিকে ইউরোপের ২-৩ রুটে ফ্লাইট চালানোর কথা ভাবছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান। ইউরোপের দেশগুলোতে বিমানের জন্য প্রবাসীদের আকাঙ্ক্ষা রয়েছে। তারা রাষ্ট্রীয় পতাকাবাহী বিমানে করে দেশে যাতায়াত করতে চান। একসময় প্যারিস, রোম ও ফ্রাঙ্কফুটে বিমানের ফ্লাইট ছিল। কিন্তু নানা প্রতিবন্ধকতায় তা বর্তমানে বন্ধ রয়েছে।

এখন পর্যন্ত ইউরোপের কোন দেশে বিমান রুট হবে তা সিদ্ধান্ত হয়নি। ইদানিং ইতালিতে প্রবাসীরা বিমান পুনরায় চালুর জন্য সভা সমাবেশ করে চলছেন।,ইতিমধ্যে ফ্রান্সে বিমান পুনরায় চালুর দাবিতে দেলোয়ার হোসেন কয়েছ কে আহবায়ক করে একটি কমিটি করা হয়েছে। বিমান সংস্লিষ্টদের ধারনা প্রবাসীদের সংখ্যা বিবেচনা করে ইতালি ,প্যারিস ,বার্সেলোনা,লিসবন, ফ্রাঙ্কফুট এ ফ্লাইট চালু হতে পারে।

প্রবাসীদের দাবি, ইউরোপে বিমানের ফ্লাইট ফের চালুর আগে পরিচালনা ব্যবস্থা ঢেলে সাজিয়ে এজেন্টদের দুর্বৃত্তায়ন ভেঙ্গে বিমানকে লাভজনক প্রতিষ্টানে পরিনত করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.