covid19-second-wave-spikes-france20

ফ্রান্সে একদিনে নতুন ২০০০০ কোভিড সনাক্তের রেকর্ড!

covid19-second-wave-spikes-france20
ফ্রান্সে একদিনে নতুন ২০০০০ কোভিড সনাক্তের রেকর্ড!

কোভিডের দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পরে প্রথমবারের মতো ফ্রান্সে একদিনে ২০ হাজারেরও বেশি নতুন করোনাভাইরাস সংক্রমণের সংখ্যা ধরা পড়েছে বলে গতকাল শুক্রবার জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

এর আগের টানা দুই দিন ১৮ হাজারের বেশি কোভিড রোগি ধরা পড়েন। গতকালের ২০ হাজারের অধিক কোভিড কেইস সহ এ যাবৎ ৬ লাখ ৯৭ হাজার ৯ শ ৭৭ টি কেস রেকর্ড করা হয়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা সপ্তাহে ১০৯ জন বৃদ্ধি পেয়ে মোট ৩২,৬৩০ এ দাড়িয়েছে। তবে মাসের শুরুতে সাপ্তাহিক মৃত্যুর সংখ্যা ১৫০ এ পৌঁছেছিল বলে জানানো হয়।
সিনিয়র সিটিজেনদের মৃত্যুর সংখ্যা সাধারণত একসাথে ব্যাচ আকারে প্রকাশের কারণে মন্ত্রণালয়ের দেয়া মৃত্যুর পরিসংখ্যান প্রকৃত সংখ্যার সাথে কিছুটা হেরফের হতে পারে।

হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন ২৪০ জন। এতে মোট ভর্তি হওয়া রোগীর সংখ্যা ৭ হাজার ৮৬৪ জনে দাড়ালো। এর মধ্যে নিবিড় পরিচর্যা ইউনিটে রোগী সংখ্যা – 21 জন বেড়ে এক হাজার ৪৪৮ এ দাঁড়িয়েছে। এর মধ্যে মহামারী-রোগ মোকাবেলায় স্বাস্থ্য ব্যবস্থার দক্ষতার সেরা মাপকাঠি।

এপ্রিলের শুরুতে সর্বোচ্চ সঙ্কটের সময় ৭ হাজারেরও বেশি লোক আইসিইউতে ছিলেন।

এদিকে ভাইরাসটির বিস্তারকে কমিয়ে আনার লক্ষ্যে প্যারিস এবং মাখসাই এর মততৃতীয় বৃহত্তম শহর লিয়ন সহ আরও তিনটি শহরের বার-রেস্তোরাঁ খুব শীঘ্রই বন্ধ করা হবে বলে জানিয়েছেন ফরাসী স্বাস্থ্যমন্ত্রী।

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.