
ফ্রান্সের দক্ষিণে আফ্রিকা মহাদেশ থেকে অতি গরম বায়ু ফ্রান্সের দিকে দ্রুত বেগে আসতেছে ! এই গরম বায়ু ফ্রান্সে আঘাত হানিবে আগামী পরশু দিন ২৩ তারিখ মঙ্গলবার।
তাই আগামী মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবারে ফ্রান্সের তাপমাত্রা পৌছাতে পারে ৪১ ডিগ্রী সেলসিয়াস ! ফ্রান্স সহ ইউরোপের জার্মানি, স্পেন,ইতালি, পর্তুগাল গরমের আওয়াতায় পড়তে পারে।