গত বুধবার বার ফ্রান্সের প্যারিসের গারো দ্যো নর্দের শুকরিয়া রেস্টুরেন্টে সিলেট বিয়ানিবাজার উপজেলার কাকরদিয়া ফ্রান্স প্রবাসী বাংলাদেশিরা তাদের এলাকার হতদরিদ্র মানুষের দারিদ্রতা বিমোচনের লক্ষ্যে কাকরদিয়া তেরাদল আলিপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের কমিটি গঠন করেন।
এতে সর্বসম্মতিক্রমে বিয়ানিবাজার জনকল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের সচিব “জিয়া খানকে” কাকরদিয়া তেরাদল আলিপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় ।
জিয়া খান এক বিবৃতিতে কাকরদিয়া তেরাদল আলিপুর ওয়েলফেয়ার ট্রাস্টের সাথে সম্পৃক্ত সকলকে ধন্যবাদ জানিয়েছেন তাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করার জন্য ।
পাশাপাশি সংগঠনের সাধারণ সম্পাদকের দায়িত্ব সঠিকভাবে পালন করতে সকলের সহযোগিতা কামনা করেন ।