
ব্রাজিলকে এক গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ম্যাচের একমাত্র গোলটি করেন নিষেধাজ্ঞা থেকে ফেরা আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।
সৌদি আরবের কিং সাউদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে ম্যাচের ১৩ মিনিটে এগিয়ে যায় আর্জেন্টিনা। ডি-বক্সে মেসিকে ফাউল করে বসেন ব্রাজিল ডিফেন্ডার অ্যালেক্স সান্দ্রো। মেসির করা স্পটকিক গোলকিপার আলিসন ঠেকিয়ে দিলেও ফিরতি শটে স্কোর করেন এলএমটেন।
দ্বিতীয়ার্ধে কুতিনিয়োকে মাঠে নামান ব্রাজিল কোচ তিতে। তবে সাফল্য মেলেনি। ৬৬ শতাংশ বল পজেশন ধরে রেখেও গোল আদায় করতে পারেনি ব্রাজিল। আক্রমনাত্বক ফুটবল খেলেছে আর্জেন্টিনা।