যুক্তরাজ্যের লন্ডন ব্রিজে গোলাগুলির ঘটনা ঘটেছে। পুলিশের গুলিতে ১ জন নিহত হয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ একজন পথচারীদের লক্ষ্য করে ছুরি হামলা চালায়। পরে পুলিশের গুলিতে ওই হামলাকারী নিহত হয়েছেন। খবর স্কাই নিউজের।
বিবিসি জানিয়েছে, গোলাগুলির ঘটনার পর লন্ডন ব্রিজ ঘিরে রেখেছে পুলিশ। সেন্ট্রাল লন্ডনে একদল লোকের মধ্যে সংঘর্ষ বাধার পর পুলিশ গিয়ে গুলি ছুড়ে।