
প্যারিসে বাংলাদেশী অধ্যুষিত গার দ্যু নর্দ’ স্টেশনে বোমার বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। বিস্ফোরক বহনকারী যাত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল সন্ধ্যায় প্যারিসের ‘গার দ্যু নর্দে’ এক যাএী সন্দেহজনকভাবে স্টেশনের ইউরোস্টার ট্রেনের লাইনের দিকে যাচ্ছিলো। মূলত এই স্টেশন থেকে লন্ডন, বেলজিয়াম সহ ইউরোপের বিভিন্ন দেশে দূরপাল্লার ট্রেন চলে।
কর্তব্যরত পুলিশের সন্দেহ হলে ঐ যাএীকে কন্ট্রোল করা হয় এবং তার ব্যাগ তল্লাসি করে বোমার বিস্ফোরক পাওয়া যায়।তবে গ্রেফতারকৃত ঐ পরিচয় ফ্রান্স পুলিশ এখনও প্রকাশ করেনি।