আগামী শুক্রবার থেকে যুক্তরাজ্যের নরদার্ন আয়ারল্যান্ডে ফের কার্যকর হতে যাচ্ছে আংশিক লক ডাউন। যুক্তরাজ্য ও ইউরোপে করোনার প্রকোপে হিমশিম খাবার অবস্থা সামনে রেখে স্বরাষ্ট্রমন্ত্রী আরলেন ফস্টার এ ঘোষনা দিয়েছেন।
প্রাথমিকভাবে ৪ সপ্তাহ মেয়াদী এ লক ডাউন আরোপ করা হবে বলে জানানো হয়েছে স্কাই নিউজের সংবাদে।
এছাড়াও স্কুলগুলোর ছুটি এ মাসের ১৯ তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে। শুধুমাত্র “টেক এওয়ে” সার্ভিস ছাড়া সকল রেস্টুরেন্ট এই লক ডাউনে বন্ধ থাকবে।
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।