
সম্প্রতি একটি সংগঠনের আমন্ত্রণে কলকাতা গিয়েছিলেন বাংলাদেশের কন্ঠশিল্পী সানাম সুমি। কলকাতা প্রেসক্লাবে যৌথ ভাবে এই ইন্দো- বাংলাদেশ মৈত্রী অনুষ্ঠানের আয়োজন করে “অপুু শিক্ষা ও পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন” এবং হ্যালো কলকাতা। অনুষ্ঠানে সানাম সুমিকে বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়। পাশাপাশি অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে প্রশংসিত হন সুমি।
শিল্পী জানান, কলকাতার সংগীত বোদ্ধা মানুষের ভালোবাসায় আমি অভিভূত। “অপুু শিক্ষা ও পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন” থেকে প্রাপ্ত আমার এই সন্মাননায় আমি অনেক আনন্দিত। কারণ এই প্রতিষ্ঠানটি এপার ওপার দুই বাংলার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে কাজ করা একটি অলাভজনক, অরাজনৈতিক প্রতিষ্ঠান। যেসব শিশুদের কেউ শুনতে চায়না , বুঝতে চায়না, অথচ একটু বিশেষ যত্নে সেই শিশুগুলো বেড়ে উঠতে পারে সম্ভাবনা নিয়ে ! এরকম শিশুদের নিয়ে সংগঠনটির কার্যক্রম পরিচালিত হয়। এরকম একটি সংগঠনের কাছ থেকে পুরস্কার পেয়ে আমার খুব ভালো লাগছে।
উল্লেখ্য, সানাম সুমি দীর্ঘদিন ধরে বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে বিচরণ করছেন। এ পর্যন্ত অসংখ্য গানে কন্ঠ দিয়েছেন তিনি। ইতিমধ্যে তার একটা নিজস্ব ভক্ত শ্রেনীও গড়ে উঠেছে।